দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে ইতোমধ্যে বেশ হৈচৈ পড়ে গেছে বিশ্বজুড়ে। ইতোমধ্যে বিভিন্ন দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কোয়ারেন্টাইন, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।
তবে আশার খবর হলো, করোনার এই নতুন ধরন মোকাবিলায় টিকার বুস্টার ডোজ তৈরি করবে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দেয়।
গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ প্রথম শনাক্ত হয়। দ. আফ্রিকা ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল, হংকং ও বেলজিয়ামে ধরনটিতে সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে।
পরে শুক্রবার এক জরুরি বৈঠকে নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মডার্না বলছে, করোনার ‘ওমিক্রন’ ধরনকে মোকাবিলায় তিনটি উপায় নিয়ে কাজ করছে তারা। তারই একটি হলো টিকার বুস্টার ডোজ তৈরি। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রচলিত টিকার ডোজ উচ্চ মাত্রায় দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে।
মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফান ব্যানসেল বলেন, ‘ওমিক্রন ধরনের জিনগত রূপান্তর বেশ উদ্বেগের। ধরনটি মোকাবিলায় কার্যকর উপায় বের করতে আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি।’
করোনার নতুন ধরন শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে। কোয়ারেন্টিন জোরদারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও জাপান। এছাড়া দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।