‘ভাঙা পায়ে খেলা হবে’ হুঁশিয়ারি মমতার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২১, ১১:৪০ এএম

‘ভাঙা পায়ে খেলা হবে’  হুঁশিয়ারি মমতার

নন্দীগ্রামে আহত হওয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারণায় সাময়িক ছেদ পড়ে। রবিবার, (১৪ মার্চ) সেই ‘নন্দীগ্রাম দিবস’কে সামনে রেখেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করলেন মমতা বন্দোপাধ্যায়।

রবিবার মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত মিছিল করে তৃণমূল। পায়ে বিশেষ জুতো পরে হুইল চেয়ারে বসেই মমতা যোগ দেন মিছিলে। মেয়ো রোড থেকে শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল। মিছিলের পুরোভাগে ছিলেন তৃণমূলনেত্রী। ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস-সহ দলের সামনের সারির নেতানেত্রীরা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়

এক বক্তব্যে মমতা বন্দোপাধ্যায় বলেন, আহত বাঘ আরও ভয়ঙ্কর। ভাঙা পায়ে খেলা হবে। বাংলা দখলের চেষ্টাকে নস্যাৎ করতে হবে। তিনি আরও বলেন, অনেক আঘাত পেয়েছি জীবনে। অনেক লড়াই পেরিয়ে এসেছি। আপনারা সংযত থাকুন। আমার ওপর ভরসা রাখুন। ডাক্তার ১৫ দিন বিশ্রামের কথা বলেছিলেন। কিন্তু এখন বিশ্রাম নিলে চলবে না। শরীরের থেকে মনের যন্ত্রণা বড়। স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে,অশুভ শক্তিকে বিনাশ করতে হবে। শুভ শক্তির যেন উদয় হয়। ভাঙা পা নিয়েই আমি ঘুরে বেড়াবো। হুইলচেয়ারে করেই সারা বাংলা ঘুরবো।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বক্তব্যে বলেন, ‘দলনেত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই কাণ্ডের ধিক্কার জানাই।‘ এরপর তিনি স্লোগান দেয়, ‘ভাঙা পায়েই জেতা হবে, নবান্ন দখল হবে।’ বিজেপি-কে বিঁধে অভিষেকের হুঙ্কার, ‘বহিরাগতদের বাংলায় কোনও জায়গা নেই। সিপিএম-বিজেপিকে এক ইঞ্চি জমা ছাড়ব না।’

রবিবার নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই মিছিল ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মিছিল ঘিরে থাকেন পুলিশ কর্মীরা। মিছিলের পথে বিভিন্ন জায়গা ঘিরে রাখা হয় গার্ডরেল দিয়ে। মিছিলে যোগ দেন দলের বহু কর্মী-সমর্থক। মিছিলে ছিলেন টালিগঞ্জের কলাকুশলীরাও।

আনন্দবাজার।

Link copied!