জুলাই ২৫, ২০২৪, ১০:৩৫ এএম
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই হামলা ও সহিংসতায় ৬ জনের মৃত্যুর ঘটনা এখন তদন্ত করবে বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় কমিশন। ৫-১৬ জুলাইয়ের মধ্যে সূত্রপাত হওয়া সংঘর্ষের এসব ঘটনার বিষয়ে জানতে গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন। সহিংসতা সংক্রান্ত তথ্যের গণবিজ্ঞপ্তিতে জনগণের প্রতি আহ্বান জানানো হবে। সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল পরিদর্শনও করবে কমিশন।
গতকাল বুধবার (২৪ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৬ আগস্ট পর্যন্ত ই-মেইল ও রেজিস্টার্ড চিঠির মাধ্যমে কমিশনের কাছে তথ্য পাঠানো যাবে।
১৬ জুলাই ৬ জনের বাইরে অন্যান্য মৃত্যুর ঘটনার তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশন প্রধান বলেন, “এগুলো নিয়ে অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০১ জনে উপনীত হয়েছে।
আরও পড়ুন: কোটা আন্দোলনে সহিংসতায় মৃত্যু বেড়ে ২০১
অন্য এক প্রশ্নের জবাবে বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান বলেন, “অস্বাভাবিক পরিস্থিতিতে সাধারণ ছুটি ও কারফিউ থাকার জন্য কমিশন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে সক্ষম হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের অবশ্যই সবগুলো ঘটনাস্থল পরিদর্শন করতে হবে। আমরা সব ঘটনার সুষ্ঠু তদন্তের চেষ্টা করব। আমি আমার দায়িত্ব সততা ও নিরপেক্ষভাবে পালন করবো।”