ঘরেই শিশুর বিপদ ডেকে আনতে পারে যেসব অসতর্কতা

লাইফস্টাইল ডেস্ক

মে ২৬, ২০২৩, ০৬:২৫ পিএম

ঘরেই শিশুর বিপদ ডেকে আনতে পারে যেসব অসতর্কতা

দিন-মাস-বছরের হিসাব করে বিপদ আসে না। যে কোনো বিপদ যখন তখন এসে উলটপালট করে দিতে পারে জীবন। তবে সতর্কতা রক্ষা করতে পারে কিছু বিপদ থেকে। আর আপনার বাসায় যদি শিশু থাকে তাহলে তো সতর্কতার পরিমাণ তিনগুণ বেশি হওয়া উচিত। একটু অসতর্কতা শিশুটির জন্য বয়ে আনতে পারে অন্ধকার ভবিষ্যৎ কিংবা এর চেয়েও মর্মান্তিক কিছু।

স্বভাবগতই শিশুদের কৌতুহল অনেক বেশি হয়ে থাকে। যেকোনো কিছু ধরতে চাওয়া, জানালার গ্রিল বেয়ে ওপরে ওঠা, নাগালের বাইরে থাকা জিনিস ধরতে চাওয়া এসব শিশুদের স্বভাবসিদ্ধ কৌতুহলবশত করা কাজ।
বাসায় কী কী বিষয়ে খেয়াল রাখলে আপনার পরিবারের শিশুটিকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক —

১. শিশু যে বয়সীই হোক না কেন তার হাতের নাগালে ছুরি, কাঁচি, নেইলকাটার রাখবেন না। এছাড়াও পেরেক, স্টেপলার পিন, ব্লেডজাতীয় জিনিসপত্র কোনোভাবেই বাসায় কোনো অংশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা যাবে না।

২. শিশুর হাতের নাগালে কোনো প্লাগ বা মাল্টিপ্লাগ রাখবেন না। যদি বাসার কোনো প্লাগ শিশুর হাতের নাগালে থাকে তাহলে প্লাগের ফুটো শক্ত টেপ দিয়ে বন্ধ করে রাখবেন। 

৩. মুখে ঢুকিয়ে ফেলা যায় এমন ছোট খেলনা বা খেলনার টুকরো যেন শিশুকে না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখবেন।

৪. কিচেনে রাখা দা-বটি, ছুরি এসব কাজ শেষে সবসময় শিশুর হাতের নাগালের বাইরে রাখবেন। এছাড়াও  হাতুড়ি, টেস্টার, স্ক্রু ড্রাইভার এসব নিরাপদ স্থানে প্রয়োজনে বাক্সে লক করে রাখতে হবে।

৫. যেকোনো ঔষধ, সিরিঞ্জ, সুইজাতীয় জিনিসপত্র শিশুর কাছ থেকে সরিয়ে রাখতে হবে। এমন বক্সে রাখবেন যেগুলো শিশু একা একা যেন খুলতে না পারে।

৬. পরিবারের নারী সদস্যদের ব্যবহারের জিনিস যেমন- সেফটিপিন, চুলের কাঁটা, হিজাব পিন, আংটি, গয়না— এসব ড্রেসিং টেবিলে এমনভাবে রাখতে হবে যেন শিশু নাগাল না পায়।

৭. ঘর ও ঘরে রাখা গাছ জীবাণু ও কীটমুক্ত রাখতে যেসব লিকুইড বা ক্লিনিং উপাদান ব্যবহার করা হয় সেসব শিশু যেন কোনোভাবেই হাতের কাছে না পায় সেই ব্যবস্থা করতে হবে।

৮. রান্নাঘরে কাজ না থাকলে সবসময় চুলা বন্ধ রাখার চেষ্টা করবেন। এছাড়া গরম কোনো কিছু শিশুর নাগালে রাখবেন না। 

৯. বাথরুমের দরজা সবসময় লক করে রাখবেন। বালতিতে পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কেন না বালতির পানিতে পড়ে শিশুমৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

১০. শিশুরা যেন কোনোভাবেই দরজা আটকে দিতে না পারে। সিটকিনিতে এমন ব্যবস্থা করবেন বা সেফটি লক ব্যবহার করবেন যাতে শিশু কোনোভাবে দরজা বন্ধ করে আটকে না যায়।

আসবাবের কোণার জন্য কর্নার প্যাড, দরজায় ডোর স্টপার, ঘরের নিচের দিকে প্লাগের সকেট কাভার ব্যবহার করুন। চোখের পলকের অসাবধানতা বয়ে আনতে পারে বড় বিপদ। তাই শিশুর সুন্দর ও সুস্বাস্থ্যের ভবিষ্যৎ নিশ্চিতে সার্বক্ষণিক সতর্কতা অনেক বেশিই জরুরি।

Link copied!