ফরিদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২৪, ০৩:০৩ পিএম

ফরিদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহতের খবর এসেছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ১২টার দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিংক রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।

নিহতদের পরিচয়- বন্দরের ইয়াসিন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার এবং ঝালকাঠির নলছিটি উপজেলার মো. মোবারকের ছেলে সুমন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, ‍‍“চুয়াডাঙ্গা থেকে পূর্বাশা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি রাত সাড়ে ১২টার দিকে মধুখালী বাজার এলাকা পার হওয়ার সময় বালিয়াকান্দি লিংক রোড থেকে মহাসড়কে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন।”

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ জামান বলেন, “শুক্রবার রাতে ওই দুর্ঘটনায় আহত মোট ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। হাসপাতালে আনার পর অন্যজনের মৃত্যু হয়। অন্য আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”

Link copied!