চেন্নাই টেস্ট

অশ্বিনের সেঞ্চুরি ও ধীরস্থির জাদেজা

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১১:৪৬ এএম

অশ্বিনের সেঞ্চুরি ও ধীরস্থির জাদেজা

রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান করে প্রথম দিন শেষে অপরাজিত রয়েছেন। ছবি : বিসিসিআই

চেন্নাই টেস্টের উদ্বোধনী দিনে সকালটা ছিল বাংলাদেশের। আর বিকাল শেষে স্বস্তি ভারতের শিবিরে। ভারত ৩ উইকেট হারায় ৩৪ রানে। আর উইকেট তিনটিই ছিল হাসান মাহমুদের। দিন শেষে ভারত ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে। 

রবিচন্দ্রন অশ্বিন ১০২ ও রবিন্দ্র জাদেজা ৮৬ রানে অপরাজিত রয়েছেন। জসওয়াল ৫৬ রান করেছেন। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ৫৮ রানে ৪ উইকেট নেন। ১টি করে উইকেট নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের।

২ টেস্টের সিরিজ। কানপুরে পরের টেস্ট ম্যাচটি রয়েছে ২৭ সেপ্টেম্বর।

Link copied!