ভিনিসিয়াস ফিফা দ্য বেস্ট

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:০৯ এএম

ভিনিসিয়াস ফিফা দ্য বেস্ট

ব্যালন ডি‘অর না পেলেও ফিফা দ্য বেস্ট হলেন ভিনি। ছবি : এক্স

ফিফা দ্য বেস্ট হলেন হলেন ভিনিসিয়াস জুনিয়র। ফিফা পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা অবশেষে সেরা হলেন।

এর আগে ব্যালন ডি‘অর পাওয়ার কথা থাকলেও ভোটে পিছিয়ে যান। এবার অবশ্য তিনি পেয়েছেন ফিফা বর্ষসেরা পুরস্কার। এদিকে সেরা গোলকিপার মার্টিনেজ হয়েছেন।

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বর্ষসেরা কোচ হয়েছেন। 

Link copied!