`যে জলে আগুন জ্বলে`র কবি হেলাল হাফিজ মারা গেছেন।
শুক্রবার, ১৩ ডিসেম্বর দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, শাহবাগের একটি আবাসিক হোস্টেলকে থেকে তাকে অচেতন অবস্থায় বিএসএমএমইউতে আনা হয়।
সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজ। মাত্র ২টি কবিতার বই যে জলে আগুন জ্বলে ও বেদনাকে বলেছি কেঁদো না। প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। ৩৩টির বেশি মুদ্রণ হয়েছে। বেদনাকে বলেছি কেঁদো না প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। শৈশবেই কবি মাকে হারান। বাবা ছিলেন কবি ও খ্যাতিমান শিক্ষক। আজীবন হোটেলের বাসিন্দা চিলেন কবি হেলাল হাফিজ। কাটিয়েছেন একাকী জীবন।