২৩ ডিসেম্বর তারুণ্যের উৎসব

বিপিএল ফেস্টে রাহাত ফতেহ আলী জেফার সাঞ্জয়রা

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:২৬ পিএম

বিপিএল ফেস্টে রাহাত ফতেহ আলী জেফার সাঞ্জয়রা

রাহাত ফতেহ আলী খানও উৎসবে থাকবেন। ছবি: সংগৃহীত

রাহাত ফতেহ আলী খান বিপিএল মাতাতে আসছেন। ২৩ ডিসেম্বর বিপিএল উৎসব হবে মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে তিনি আসবেন গাইতে। 

এছাড়া এই অনুষ্ঠানে যোগ দেবেন জেফার, হান্নান, সাঞ্জয় ও মাইলস। ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। এর আগে নানা আয়োজন রয়েছে দেশে।

অনলাইনে টিকিট কাটা যাচ্ছে। লিঙ্ক এখানে দেয়া হলো- https://www.tickify.live/

 

Link copied!