৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড

বাংলাদেশের অন্যরকম জয়

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:২১ এএম

বাংলাদেশের অন্যরকম জয়

উইকেট শিকারের পর মাহেদী ও বাংলাদেশ দল। ছবি: বিসিবি

মাহেদী হাসানের অলরাউন্ড ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১-০ তে লিড টাইগারদের। এই ম্যাচে শেষে ভাল লড়াই হয়েছে।

বাংলাদেশ আগে ব্যাট করে ১৪৭ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৯.৫ ওভারে ১৪০ রানে থেমে যায়। ম্যাচসেরা হন মাহেদী। যিনি ২৪ বলে ২৬ রান করেন। আবার ১৩ রানে নেন ৪ উইকেট। 

দ্বিতীয় টি টোয়েন্টি  ম্যাচটি ১৮ ডিসেম্বর ভোর ৬টায় রয়েছে। 

Link copied!