‘ছাত্র শিবিরকে ক্যাম্পাসে পুনর্বাসনের চক্রান্ত রুখে দাড়ানোর আহ্বান’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৪, ০৭:০৩ পিএম

‘ছাত্র শিবিরকে ক্যাম্পাসে পুনর্বাসনের চক্রান্ত রুখে দাড়ানোর আহ্বান’

ছবি: সংগৃহীত

ছাত্র শিবিরকে গণহত্যার দোসর অভিহিত করে ‘ক্যাম্পাসে পুনর্বাসনের চক্রান্ত রুখে দাড়ানোর আহ্বান’ আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সভায় ৭১’র মহান স্বাধীনতা সংগ্রামের সময়ে যুদ্ধাপরাধ ও গণহত্যার সাথে জড়িত জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এই ঘটনাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘শিবিরকে ক্যাম্পাসে পুনর্বাসনের’ অপপ্রয়াস বলে মনে করছেন এই দুই সংগঠনের নেতারা।  

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদ সর্বসম্মতভাবে ছাত্র শিবির ও স্বৈরাচারের দোসর আরেক ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজকে অবাঞ্চিত ও নিষিদ্ধ করে। পরিবেশ পরিষদের ঘোষণা ভঙ্গ করে এদের পুনর্বাসিত করার এই প্রক্রিয়ার জবাবদিহিতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই দিতে হবে।

অনতিবিলম্বে পরিবেশ পরিষদের সভা আয়োজন করে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের রূপরেখা গ্রহণ করতে হবে বলেও মনে করে এই দুই সংগঠন।

ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ‘তড়িঘড়ি করে নয়, ক্যাম্পাসগুলিতে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করে সবার ঐকমত্যের ভিত্তিতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।’

অভ্যুত্থানের পরে ছাত্রলীগের সন্ত্রাস ও দলদাস প্রশাসনের দায়হীনতাকে ছাত্ররাজনীতির কাধে চাপিয়ে দেশের ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জানিয়ে সংগঠন দুটির নেতারা এই সিদ্ধান্তকে চূড়ান্ত অগণতান্ত্রিক হিসেবে আখ্যায়িত করেন। বলেন, ‘এই সকল অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহার করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের হল-ক্যাম্পাসে সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠন সমূহের সহাবস্থান নিশ্চিত করে ডাকসুসহ সারাদেশের ছাত্র সংসদ কার্যকর করতে হবে।’

Link copied!