ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:৩৯ পিএম
তামিম ইকবাল জাতীয় লিগ টি টোয়েন্টি দিয়ে সাত মাস পর ক্রিকেটে ফিরেছেন। সেখানে কয়েকটি ম্যাচ খেলে ভালই করেছেন। সামনে চ্যাম্পিয়নস ট্রফি রয়েছে ফেব্রুয়ারিতে। তামিম অভিজ্ঞ ক্রিকেটার। তিনি ফিরতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেবে দেখবে বলে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।
বিজয় দিবস ক্রিকেটের পর কথা বলেন লিপু। তিনি বলেন,‘ তামিম খেলা শুরু করেছেন। এটা আশার আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি অ্যাভেইলেবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ।’
সাকিব আল হাসান এখন ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ। তার সাথে বোর্ডের কথা হয়নি। ফলে ধরেই নেয়া যায় সাকিব খেলছেন না। চোখের সমস্যার জন্য ব্যাটিংয়েও ঝামেলা হচ্ছে সাকিবের।