ওয়েস্ট ইন্ডিজে সেন্ট ভিনসেন্টে ২৭ রানে হারিয়ে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ১ ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা ৩ ওয়ানডে হারের পর এভাবে টি টোয়েন্টি জয় অবিশ্বাস্য।
বাংলাদেশ আগে ব্যাট করে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ১৮.৩ ওভারে ১০২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা হন ১৭ বলে ৩৫ রান করা শামীম পাটোয়ারি।
বাংলাদেশের হয়ে বোলিংয়ে ভাল করেছেন তাসকিন। ১৬ রানে তিন উইকেট নেন তিনি। মেহেদী, সাকিব ও রিশাদ ২টি করে উইকেট নিয়েছেন।