ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা : ৩ শিক্ষার্থী আটক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৫:৫২ পিএম

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা : ৩ শিক্ষার্থী আটক

তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজন হলেন—ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন।

তারা দুইজনই ওই হলের আবাসিক শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি জানান, প্রক্টরিয়াল টিম তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। আটক অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মারধরে তোফাজ্জল প্রেমঘটিত কারনে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এর কিছুদিনের মধ্যেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো তোফাজ্জল। বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানান।

Link copied!