আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ রোববার (১৫ সেপ্টেম্বর) হচ্ছে না। বৈরী আবহাওয়া কারণে এই কর্মসূচি পিছিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, আবহাওয়ার কারণে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আগামীকালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৭ তারিখ বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে বিএনপি। সেদিন আবহাওয়া ভালো থাকবে বলে আশা করছে দলটি। তবে পল্টনের কর্মসূচি বাতিল হলেও রোববার বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র্যালি করা হবে বলে জানান জাহিদ হোসেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।