আগস্ট ২৪, ২০২৪, ০১:৩৭ এএম
ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেট সীমান্ত থেকে আটক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন মানিককে।
শুক্রবার রাতে তাঁকে আটকের তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, শুক্রবার দুপুরে শামসুদ্দিন মানিক সিলেটের জকিগঞ্জ সীমান্ত পার হতে চান। পরে গোপন সংবাদে ১৯ বিজিবির একটি দল তাঁকে আটক করে।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তের ১০০ গজের ভেতর থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তিনি ভেবেছিলেন ভারত চলে এসেছেন। আটকের সময় একটা ভিডিও ফুটেজে দেখা যায় তিনি কলাপাতায় শুয়ে আছেন এবং বলছেন, বাংলাদেশে আর ফিরবেন না।
https://www.facebook.com/reel/1570511103819387
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। সবশেষ, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসে আলোচনায় আসেন তিনি।