গোলের পর মোনাকোর জর্জ। ছবি : এক্স
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই হেরে গেল বার্সেলোনা। ২-১ গোলে তাদের হারিয়েছে মোনাকো। বার্সা দশ জনের দল ছিল।
ম্যাচের দশ মিনিটে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। পরের ৮০ মিনিট লড়তে হয়েছে বার্সাকে। ম্যাচের ১৬ মিনিটে মোনাকোর মেগনেস গোল করেন।
২৮ মিনিটে লামিন ইয়ামাল গোল শোধ করেন। তবে জর্জ ৭১ মিনিটে মোনাকে জয়সূচক গোলটি এনে দেন।