প্রধান বিচারপতির বাসভবনে হামলা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২৩, ০৯:০৭ পিএম

প্রধান বিচারপতির বাসভবনে হামলা

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ অক্টোবর) এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হলে পুলিশ ধাওয়া দেয়। এরপর আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন।

জানা যায়, দুপুর সোয়া একটার দিকে মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। একই সময় কাকরাইল মোড়ে রাস্তায় আগে থেকেই অবস্থান করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

তবে ভাঙচুরের সাথে কারা জড়িত ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করলেও তার নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

Link copied!