ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৬ জুন ফিফা বিশ্বকাপ বাছাই রয়েছে কুয়েতের বিপক্ষে। সে ম্যাচেই শেষেই ভারতের জার্সি তুলে রাখবেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার।
সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে অবসরের ঘোষণা দেন এই ফুটবলার। ২০০৫ সালের ১২ জুন তার অভিষেক হয়েছিল। সেই জুনেই তিনি বিদায় বলছেন। ওই অভিষেক ম্যাচে তার গোল ছিল।
আন্তর্জাতিক গোল স্কোরে ক্রিস্টিয়ানো রোনালদো সবার ওপরে (১২৮ গোল)। এরপর আলী দাই (১০৮)। তারপরে রয়েছেন মেসি (১০৬)। আর ছেত্রীর অবস্থান চতুর্থ (৯৪ গোল)। ভারতের হয়ে তিনি ১৫০ গোল করেন।