অক্টোবর ৩০, ২০২৪, ০২:৩৫ পিএম
নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন। তার জায়গায় আসছেন মেহেদী হাসান মিরাজ। আজ বিশেষ মিটিং বিসিবিতে। সেখানে সিদ্ধান্ত হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিহে সাকিব আল হাসান খেলবেন কিনা।
মিরাজকে ওয়ানডে ও টেস্ট অধিনায়কত্ব দেয়া হবে। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হতে পারেন তাওহিদ হৃদয়। শান্ত সব ফরম্যাট ছাড়ছেন।
সাকিব আল হাসান ঢাকায় আসতে পারেননি নিরাপত্তার কথা ভেবে। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট তিনি আর খেলবেন না জানিয়েছেন। টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেননি। তবে ওয়ানডে খেলবেন ২০২৫ সালের ফেব্রুয়ারি অবধি।
আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি খেলে একেবারে দেশের ক্রিকেট ছাড়বেন। আগামী মাসে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সাকিব খেলবেন কিনা সেটা আজ জানা যাবে।