বাংলাদেশ নারী দল আবার সাফ চ্যাম্পিয়ন

দুই চাকমায় বাজিমাত

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৪, ০২:৪৭ পিএম

দুই চাকমায় বাজিমাত

জয়সূচক গোলের পর রিতুপর্ণা চাকমা। ছবি : বাফুফে

মনিকা চাকমা ও রিতুপর্ণা চাকমার গোলে ভর করে নেপালকে ২-১ গোলে হারিয়ে আবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। 

গত আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আবার চ্যাম্পিয়ন হলো তারা। নেপালে হাজার হাজার সমর্থক আজ ছিল। তাদের চাপ উপেক্ষা করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল আজ। তবে পরের অর্ধে জমে ওঠে খেলা। মনিকা চাকমা ৫৩ মিনিটে গোল করেন। সেটা আবার নেপালের আমিশা ৫৬ মিনিটে শোধ করে দেন। 

এরপর মারিয়া মান্ডার একটা দুরপাল্লার শট রুখে দেন নেপালের গোলরক্ষক। অবিশ্বাস্য সেভ তার। নিশ্চিত গোল ছিল সেটা। তবে ৮১ মিনিটে বাজিমাত করেন রিতুপর্ণা। তিনি বাঁদিক থেকে দুরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন। 

এরপর নেপাল আর গুছিয়ে উঠতে পারেনি। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আনন্দ উৎসব থেমে যায়। বাংলাদেশ আবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

Link copied!