প্রথমবার নির্মিত হচ্ছে কাজী নজরুল ইসলামের বায়োপিক

শোবিজ ডেস্ক

মে ১৬, ২০২৪, ০৩:৫৩ পিএম

প্রথমবার নির্মিত হচ্ছে কাজী নজরুল ইসলামের বায়োপিক

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে কলকাতায়। আর এতে বিদ্রোহী কবির ভূমিকায় অভিনয় করবেন কিঞ্জল নন্দ। সিনেমাটি পরিচালনা করছেন আবদুল আলিম। এর মধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিঞ্জল। ‘কাজী নজরুল ইসলাম’ নামেই এর নামকরণ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে কিঞ্জল নন্দ বলেন, “প্রথমবার কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে বায়োপিক নির্মিত হচ্ছে। সিনেমাটিতে নজরুলের গোটা জীবন তুলে ধরা হবে। এই সুযোগ পেয়ে সত্যি আমি উচ্ছ্বসিত। চিত্রনাট্য পড়েছি, চরিত্রটি খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, এটা ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায়।”

নির্মাতার সঙ্গে কথা হয়েছে জানিয়ে কিঞ্জল নন্দ বলেন, “কিছু বই পড়ছি। চিত্রনাট্য রচনা করেছেন চিত্রনাট্যকার সৌগত বসু। তার সঙ্গেও আলোচনা করব। কারণ, নজরুল সম্পর্কে আমরা সবাই কম-বেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।”

জানা গেছে, কাজী নজরুলের এই বায়োপিকে ফজলুল হক চরিত্রে অভিনয় করবেন কলকাতার খরাজ মুখার্জি, বিরজাসুন্দরী দেবী চরিত্রে অভিনয় করবেন কাঞ্চনা মৈত্র। পাশাপাশি আলি আকবর খান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সজনীকান্ত দাস চরিত্রে শান্তিলাল মুখার্জি। এখনও সিনেমার অনেক কাস্টিং বাকি আছে।

Link copied!