সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে ফিনল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৪, ১২:১৮ পিএম

সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে ফিনল্যান্ড

সংগৃহীত ছবি

টানা সাত বছর ধরে বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে রাজত্ব করছে উত্তর ইউরোপীয় দেশ ফিনল্যান্ড। আর সবচেয়ে কম সুখী দেশ হল আফগানিস্তান। এছাড়া গতবারের মত এবারও তালিকায় পিছিয়েছে বাংলাদেশ। ১১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১২৯তম।

বুধবার (২০ মার্চ) বিশ্বের সুখী দেশ নিয়ে বার্ষিক এ তালিকা প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ-সংক্রান্ত জরিপ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয় ১৪৩টি দেশকে।

সুখী দেশের তালিকায় ধারাবাহিকভাবে পেছাচ্ছে বাংলাদেশ। এবার ১২৯তম, ২০২৩ সালে ১১৮তম এবং ২০২২ সালে ৯৪তম অবস্থানে ছিল বাংলাদেশ।

প্রতিবেদনে দেখা গেছে চলতি বছর বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে রাজত্ব করছে নর্ডিক দেশগুলো।  ফিনল্যান্ড ছাড়াও এ অঞ্চলের আরও তিনটি দেশ ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন প্রথম পাঁচটি সুখী দেশের মধ্যে রয়েছে।

এছাড়া তালিকার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

অন্যদিকে তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ১০৮তম, মিয়ানমার ১১৮তম, ভারত ১২৬তম অবস্থানে রয়েছে।

Link copied!