শর্ত ছাড়া সংলাপে আসলে কথা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১, ২০২৩, ০৮:০২ পিএম

শর্ত ছাড়া সংলাপে আসলে কথা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যারা সংলাপে আসবে, তাদের সঙ্গেই কথা হবে। কিন্তু শর্ত ছাড়া আসতে হবে। সংবিধান মেনে কথা বলতে হবে।

বুধবার (১ নভেম্বর) বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বৈঠকের বিষয়বস্তুর পাশাপাশি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

সংলাপ নিয়ে উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা আসবে, তাদের সঙ্গেই আমরা কথা বলব। কিন্তু তাদের কোনো শর্ত ছাড়া আসতে হবে। সংবিধানের কাঠামো মেনে কথা বলতে হবে। সংবিধানের বাইরে যদি কেউ কিছু বলে, তাহলে সেটি হবে না।’

গতকাল সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধে উদ্ভুত রাজনৈতিক সংকটের সমাধানে ‘নিঃশর্ত সংলাপে’র আহ্বান জানান।

কয়েক ঘণ্টা পরে গণভবনে করা সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খুনিদের সঙ্গে কীসের আলোচনা, কীসের সংলাপ। কোনো সংলাপ হবে না। তাদের সঙ্গে আলোচনায় বসা দেশবাসীও মেনে নেবে না। যদি আলোচনা করতে হয়, ডিনার খেতে হয়। তা পিটার হাস নিজেই করে খাক।’

আওয়ামী লীগ প্রধান এও বলেন, ‘ট্রাম্প সাহেবের সঙ্গে কি বাইডেন ডায়ালগ করছেন? যেদিন ট্রাম্পের সঙ্গে বাইডেন ডায়ালগ করবেন, সেদিন আমি করব।’

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হল শান্তিপূর্ণভাবে সবকিছু করতে হবে। সংবিধান মাথায় রেখেই আমরা আলোচনা করতে চাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, সহিংসতা চাই না। তিনি আলাপ-আলোচনা করার জন্য সবসময় নির্দেশ দেন, যাতে পরিস্থিতি শান্ত থাকে, সেটা আমরা চালিয়ে যাচ্ছি।’

Link copied!