লালমনি এক্সপ্রেসে কিশোরী ধর্ষণ

অভিযুক্ত অ্যাটেনডেন্টকে বরখাস্ত করে বিভাগীয় মামলা; তদন্ত কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৪, ০৮:০৯ পিএম

অভিযুক্ত অ্যাটেনডেন্টকে বরখাস্ত করে বিভাগীয় মামলা; তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি

লালমনিরহাট-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত অ্যাটেনডেন্ট আক্কাস গাজীকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে লালমনিরহাট রেল বিভাগ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু।

তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা রেল বিভাগ ব্যথিত। ধর্ষণের ঘটনায় কোনো ছাড় নেই। আমরা তদন্ত করছি। আইনি ব্যবস্থার বাইরেও রেল বিভাগ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তাসরুজ্জামান বাবু বলেন, রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কন্ট্রোল অর্ডারের মাধ্যমে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম এ নির্দেশনা দিয়েছেন।

তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন- তাসরুজ্জামান বাবু, রেলওয়ে হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান ভূইয়া ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট (আরএমডি) শফিকুর রহমান।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে অভিযুক্ত আক্কাস গাজীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক মো. রুহুল আমিন। এ মামলায় তাকে গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে রেল বিভাগ।

এদিকে ভুল করে ট্রেনটিতে উঠে পড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুপুরে তাকে আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী কিশোরীকে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। আদালতের সকল কার্যক্রম শেষে বাবা ও বড় ভাইয়ের কাছে তাকে হস্তান্তর করা হবে।

Link copied!