সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা ও উদ্বেগ জানালো সম্পাদক পরিষদ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৩, ০২:৪৩ এএম

সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা ও উদ্বেগ জানালো সম্পাদক পরিষদ

সমাবেশ চলাকালে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে আহত হন দ্য রিপোর্টের ভিডিওগ্রাফার তাহির জামান প্রিয়।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতা চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে ২৫ জনেরও বেশি সাংবাদিক আহত হন। এর মধ্যে পুলিশের টিয়ার গ্যাসে আহত বিএফইউজে‍‍র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সদস্য রফিক ভূঁইয়া রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও সভাপতি মাহফুজ আনাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর সংগ্রহ করেন এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু এ দায়িত্ব পালনে তাঁদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। 

গতকাল  শনিবার পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ২৫ জন সাংবাদিক আহত বা হামলার শিকার হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগের। সম্পাদক পরিষদ সব রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করছে, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এর আগে গতকাল বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সে সময় হামলার শিকার হন সাংবাদিকেরা। গতকাল সকাল থেকে বিজয়নগর, কাকরাইল, ফকিরাপুল ও পল্টন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

সংবাদকর্মীরা জানান, আহতদের বেশির ভাগই বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন। কয়েকজন পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটের আঘাতেও আহত হয়েছেন।

Link copied!