প্রতিবন্ধীরা যাতে সমাজের সঙ্গে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ৭, ২০২৪, ০৮:৪৪ পিএম

প্রতিবন্ধীরা যাতে সমাজের সঙ্গে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

মঙ্গলবার তোপখানা রোডে সমাজকল্যাণমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

প্রতিবন্ধীরা যাতে সমাজের সঙ্গে চলতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের ব্যারিস্টার আব্দুল গনি খান ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিশু কল্যাণ পরিষদের ব্যারিস্টার আব্দুল গনি খান ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন সমাজকল্যাণমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সমাজকল্যাণমন্ত্রী বলেন, “যেসব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা আছেন, তারা যেন সক্ষম হয়ে চলতে পারেন সেজন্য বর্তমান সরকার তাদের পাশে আছে। তারা যেন সমাজের সঙ্গে সমন্বয় করে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।”

দীপু মনি বলেন, “সারা দেশে প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মদক্ষতা বাড়ানো ও প্রশিক্ষণসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবে যাতে একটা মানবিক সমাজ গড়ে তোলা যায় সেটাই মূল লক্ষ্য। সমাজের যেকোনো ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চলমান উন্নয়নের মূলধারায় নিতে পারি সেটা নিয়েও কাজ করে যাচ্ছে সরকার।”

Link copied!