বিদেশে ঘুরে লাভ হবে না, চলে যাওয়ার সময় হয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২৩, ০৬:২৪ এএম

বিদেশে ঘুরে লাভ হবে না, চলে যাওয়ার সময় হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় শেষ। আওয়ামী লীগের মাথার সামনে আজরাইল চলে এসেছে। আওয়ামী লীগ চর্তুদিকে ঘোরাঘুরি করতেছে, যদি আবারও কোনোভাবে ক্ষমতায় আসা যায়। আজকে ব্রাসেলস যাবেন (শেখ হাসিনা), কিছুদিন আগে ১৮ দিন আমেরিকায় ঘোরাঘুরি করেছেন। কোন লাভ নেই ঘোরাঘুরি করে। আপনাদের চলে যাওয়ার সময় চলে এসেছে।’

আজ বৃহস্পতিবার বিকেলে এক ছাত্র কনভেনশনে তিনি এ কথা বলেন।

রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’র উদ্যোগে এই ছাত্র কনভেনশন হয়। কনভেনশনে ৯ দফা দাবি তুলে ধরেন ফ্যাসিবাদবিরোধী জাতীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘দুর্গাপূজার ছুটির মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন। পূজার পরে দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে আনন্দে ভোট দিতে যাবে। আপনি তো বলেন; পদ্মা সেতু, মেট্রোরেল কত কি উন্নয়ন করেছেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ভয় কিসের? আপনি না উন্নয়ন করেছেন, জনগণতো আপনাকে ভোট দেওয়ার কথা? আসলে আপনারা জানেন, নিরপেক্ষ সরকারের অধীনে আপনার অস্তিত্ব থাকবে না।’

উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘তরুণদের দেখে আমাদের মধ্যে আশা সঞ্চার হয়েছে, আজ তরুণদের নেতৃত্বে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অর্থনীতি, বিচার বিভাগসহ দেশের প্রতিটি সেক্টর সরকার খেয়ে ফেলেছে। দেশের মানুষ এখন কষ্টে আছেন। বিচার বিভাগকে ব্যবহার করে যা মন চায় তাই করছে বর্তমান সরকার।’

ছাত্রসমাজকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সবাই মিলে রাজপথে নেমে ফ্যাসিবাদী এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। এরা সহজে দাবি মানবে না। আপনাদের এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান দখলদার মুক্ত করার। কারণ গত ১৫ বছরে এই সরকার প্রতিটি ক্যাম্পাস দখল করে নিয়েছে। ঘরে বসে থেকে লাভ হবে না। বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির মতো সবাইকে এমনিতেই জেলে যেতে হবে। তাই আসুন রাজপথে ঝাঁপিয়ে পড়ে অবৈধ সরকারকে বিদায় করি।’

Link copied!