মিয়ানমার সীমান্তের বাসিন্দাদের সরিয়ে নিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৬:১৪ পিএম

মিয়ানমার সীমান্তের বাসিন্দাদের সরিয়ে নিতে নির্দেশ

সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ২৪০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শাহ মুজাহিদ উদ্দিন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনকালে এ নির্দেশ দেন ডিসি।

শাহ মুজাহিদ উদ্দিন জানান, বান্দরবান-মিয়ানমার সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে চলমান পরিস্থিতির কারণে ছাত্র-ছাত্রী ও সীমান্তে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ওই এলাকাগুলোতে কয়েকজন ছাড়া বাকি সবাই এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তবর্তী স্কুলগুলোও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, শ‌নিবার রাতভর মিয়ানমারে ভারী গোলাগু‌লির পর র‌বিবার (৪ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় ‌নিজ বাড়িতে ফেরার পথে প্রবীর চন্দ্র ধর (৫৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া সকালে মিয়ানমারের ১৪ জন বিজিপি সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পরে আরও ছয় জন আশ্রয় নিয়েছেন।

Link copied!