অভিন্ন শর্তে বিএনপি-আ. লীগকে অনুমতি, জামায়েতকে নাকচ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৩, ০২:৫১ এএম

অভিন্ন শর্তে বিএনপি-আ. লীগকে অনুমতি, জামায়েতকে নাকচ

সন্ধ্যায় দুই দলের কার্যক্রমে বাধা দেয় পুলিশ। ছবি: দ্য রিপোর্ট

অভিন্ন শর্তে মহাসমাবেশের জন্য বিএনপি ও শান্তি সমাবেশের জন্য অনুমতি পেয়েছে আওয়ামী লীগ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আগামীকাল ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররম উত্তর গেটে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। তবে জামায়াত অনমুতি চাইলেও তাদের অনুমতি দেওয়া হয়নি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, নয়াপল্টনেই বিএনপিকে অনুমতি দেওয়া হবে। তাদেরকে যেসব শর্ত দেওয়া হবে সেগুলো মানতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাবে ডিএমপি কমিশনার। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মইদ উদ্দিন এই তথ্য জানান। 

দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা জানান, আমরা দুটি দলকে অভিন্ন শর্তসাপেক্ষে তাদের আবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি। আমরা বিএনপি-আওয়ামী লীগ দুই দলকেই চৌহদ্দি নির্ধারণ করে দিয়েছি।

বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে, নাইটিঙ্গেলের মোড় থেকে পুলিশ হাসপাতালের মোড় পর্যন্ত জায়গার মধ্যে তাদের সমাবেশ ও মাইকিং ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হয়েছে, তারা মহানগর নাট্যমঞ্চ থেকে পশ্চিমের মুক্তাঙ্গন পর্যন্ত তাদের সমাবেশ ও মাইকিং ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। 

দুই দলের ক্ষেত্রেই আমাদের পক্ষ থেকে নির্দেশনা থাকবে তারা কোনো লাঠিসোটা কোনোভাবেই সমাবেশে আনতে পারবে না, কোনো ব্যাগ বহন করতে পারবে না, রাষ্ট্রদোহী কোনো বক্তব্য দিতে করতে পারবে না,  আমাদের যে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর বাইরে কোনো মাইক ব্যবহার করতে পারবে না।

জনদুর্ভোগ এড়াতে তারা যতটা সম্ভব স্বেচ্ছাসেবক রাখবে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেক দলেই ছবি সম্বলিত পরিচয়পত্রসহ তাদের স্বেচ্ছাসেবক বা শৃঙ্খলা বাহিনীর লোক রাখবে, যারা পুলিশকে সহযোগিতা করবে। 

দুই দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কোনো দলই আইন-শৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো কাজ করবে না। যদি যেকোনো দলের পক্ষ থেকেই এ ধরনের কোনো বিষয় দেখি, আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। 

স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে। জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা থাকবে।

Link copied!