কলকাতায় চলতি মে মাসের শেষে ও আগামী জুনের শুরুতে সাতদিন মদ বিক্রি বন্ধ থাকাবে। নির্বাচনের কারণে তিন দফায় মোট সাতদিন কোনো ধরনের মদ পাওয়া যাবে না। নির্বাচনী আচরণবিধির কারণে যেসব লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলবে, সেসব আসনের পাশাপাশি পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্রেও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কলকাতায় ১৮ মে সন্ধ্যা ছয়টা থেকে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। ১৯ মে সারাদিন মদ পাওয়া যাবে না। ২০ মে যতক্ষণ ভোটগ্রহণ চলবে (পঞ্চম পর্বের ভোট), ততক্ষণ মদ বিক্রি বন্ধ থাকবে।
এছাড়া ৩০ মেও (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টা থেকে কলকাতায় মদ পাওয়া যাবে না। ৩১ মে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। এদিকে ৪ জুন (মঙ্গলবার) পুরো ‘ড্রাই ডে’ থাকবে। সেদিন মদ ছাড়াই কাটাতে হবে কলকাতাবাসীকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস