মে ১৩, ২০২৪, ০৯:১৯ এএম
তাসকিন আহমেদ এর আগে ২০১৯ বিশ্বকাপে চোটের জন্য যেতে পারেননি। ছবি: বিসিবি
তাসকিন আহমেদের চোটের আপডেট এখনও পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে একদিন পিছিয়ে ১৪ মে (মঙ্গলবার) টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে তারা। দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন কক্ষে দল দেওয়া হবে।
তাসকিন সাইড স্ট্রেন রয়েছে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি টোয়েন্টি খেলেননি। এখন তার বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত। যদিও গুঞ্জন, দলের সঙ্গে যাবেন বিশ্বকাপে। সেখানে রিহ্যাবের সুযোগ থাকতে হবে। রিহ্যাবের সুযোগ না থাকলে তাসকিন বিশ্বকাপে যাচ্ছেন না।
তাসকিন আহমেদের বদলে বিশ্বকাপ দলে আসতে পারেন হাসান মাহমুদ। এছাড়া এমন হতে পারে তানজিম সাকিব ও সাইফউদ্দিন দুজনই যাবেন। শরিফুল ও মোস্তাফিজ তো আছেনই।
টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দল :
তানজিদ হাসান তামিম, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ/তাসকিন, শেখ মেহেদী, জাকের আলী অনিক।