কাকরাইল মোড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২৩, ০৮:০৫ পিএম

কাকরাইল মোড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

কাকরাইল মোড়ে শনিবার (২৮ অক্টোবর) বেলা ১টার কিছু সময় পরে এই হামলার ঘটনা ঘটে। বিএনপি কর্মীদের হামলায় পুলিশ কিছুটা পিছু হটলেও পরে তাঁরা তাদের ধাওয়া দেয়। এতে বিএনপি কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এরআগে, একই এলাকায় বেলা ১১টার দিকে বিএনপি নেতা-কর্মীরা দুটি পিকআপ ভ্যান ও দুটি বাস ভাংচুর করে।

বাস ভাঙচুরের পর বেলা পৌনে একটার দিকে কাকরাইল মসজিদের সামনের এলাকায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। তিনি কয়েকটি ব্যানার নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন।

এরপরই পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সংঘর্ষ কীভাবে শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুপুর সাড়ে ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

Link copied!