নাশকতাকারীদের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে: ডিবি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৪, ০৯:০২ পিএম

কোটা আন্দোলনের নামে নাশকতাকারীদের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

ব্রিফিংয়ে ডিবিপ্রধান হারুন বলেন, “আন্দোলনের নামে যদি কেউ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চায়, প্রভোস্টের বাংলোতে হামলা করে, প্রভোস্টকে জিম্মি করে, তারা বিভিন্ন গাড়িতে আগুন লাগায়ে রেলপথে স্লিপার, মেট্রোরেল- এগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে- সেক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যৌক্তিক আর কি থাকে?”

ডিবি প্রধান হারুন
ঢাবি ক্যাম্পাসে ডিবি প্রধান হারুন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ/মাহবুব আলম শ্রাবণ

তিনি আরও বলেন, “এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য অর্থ বিনিয়োগ করে, তারা যদি লাঠি সরবরাহ করে, খিঁচুড়ি সাপ্লাই করে, তারা পানি সরবরাহ করে, যেখানে অরাজকতা সৃষ্টির মানসিকতা- তাহলে আমরা তো ডিবির বাহিনী, আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না। আপনারা জানেন, গতকালও (মঙ্গলবার) এ ধরনের তথ্যের ভিত্তিতে আমরা একটি অফিসে অভিযান করেছি। সেখান থেকে পর্যাপ্ত সংখ্যক লাঠিসোটা উদ্ধার করেছি, অবৈধ অস্ত্র উদ্ধার করেছি।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, “আমরা মনে করি, এরকম আরও, যারাই কাজটা করছেন, অলরেডি মামলা রুজু হয়েছে। এবং আরও অসংখ্য লোকের নাম আমরা পেয়েছি। এবং প্রত্যেকের নাম-নাম্বার আমাদের ডিবির জালে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে, অস্থিতিশীল করে, কেউ যদি ঘোঁলা পানিতে মাছ শিকার করতে চায়, আমরা মনে করি, আমাদের পুলিশ বাহিনী, আমরা তাদেরকে ছাড় দেবো না।”

Link copied!