নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবেই পদত্যাগ করতে চান। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র পরিচালকদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন।
নাজমুল হাসান এই পদে চলতি মেয়াদ শেষ হলে চলে যেতেন। কারণ তিনি তখন যুব ও ক্রীড়া মন্ত্রী হয়ে চাপে ছিলেন। ওদিকে ৫২টি ফেডারেশন চালাতে হতো। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন ও রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে তার মন্ত্রী পদও বিলুপ্ত হয়।
একজন সিনিয়র পরিচালক জানিয়েছেন, ‘ পাপন ভাই আমাদের সাথে কথা বলছেন। তিনি আর চালিয়ে যেতে চান না। যেভাবে ভাল হয় সেভাবে তিনি সরে যেতে চান।’
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঝামেলা করতে পারে। তারা রাজনৈতিক হস্তক্ষেপ যেন না মনে করে সেজন্য নাজমুল হাসান সবার সাথে কথা বলে ধীরে ধীরে পদ ছেড়ে দেবেন। আর সেজন্য কি করা যায় সেটা নিয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলছেন।
বোর্ড ভেঙে গেলে আবার নির্বাচন দরকার হয়। সামনে নারী বিশ্বকাপ অক্টোবরে। ক্রিকেটের নানা সিডিউল ও চাপ। যে ৮ জন পরিচালক বোর্ডে আসেন তাদের মধ্যে একজন সভাপতির দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে গেলে আর আইসিসির তোপের মুখে পড়তে হয় না। সব মিলিয়ে নাজমুল হাসান সহজ পথেই দায়িত্ব ছাড়বেন।