 
						
                            
                                                        বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান পাপনের বর্তমান কমিটির মেয়াদ ২০২৫ সালের অক্টোবর অবধি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই কমিটির অনুমোদন দিয়ে থাকে। এমনটা প্রতিটা দেশের বোর্ডেই হয়ে থাকে। তবে নাজমুল হাসান পাপনকে ৫ আগস্টের পর আর ক্রিকেট বোর্ডে দেখা যায়নি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি এরপর সংসদ ভেঙে দিলে মন্ত্রীদের পদ বিলুপ্ত হয়। নাজমুল হাসান যুব ও ক্রীড়ামন্ত্রীও নন এখন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাউন্সিলররা প্রেসিডেন্ট নির্বাচন করেন ভোটের মাধ্যমে। এই কাউন্সিলরদের অনুমোদন দেয় আইসিসি। বেশ জটিল প্রক্রিয়া।
এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব। তিনি একটি কাজের পদ্ধতি বুঝে নেবেন। তার কাজ সম্পর্কে আইসিসি জানতে চাইবে। এরপর আইসিসি অনুমোদন দেবে।
এমনিতেও যুব ও ক্রীড়া মন্ত্রী হওয়ার পর বিসিবিতে সময় দিতে পারতেন না নাজমুল হাসান। বিসিবিতে প্রতিটি বিভাগের দায়িত্বে কর্মকর্তা আছেন। নাজমুল হাসান শুধু সভায় উপস্থিত হয়ে অনুমোদন দিতেন। এছাড়া পরামর্শ ও সাজেশন ছিল সেখানে।
গত ৩ আগস্ট তিনি শেষ বার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। এরপর ৫ আগস্ট ভৈরবে তার বাড়িঘর ভাঙচুর হয়। তিনি এরপর আহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেননি। আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর তার পদত্যাগ কবে সেটা নিয়ে কোনো আভাস দেননি। তবে তিনি পদত্যাগ করছেন এমন গুঞ্জন রয়েছে।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    