ভারত সফরে থাকতে চান এবাদত

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৬:৩৩ পিএম

ভারত সফরে থাকতে চান এবাদত

ভারতের বিপক্ষে খেলতে চান এবাদত হোসেন চৌধুরী। ছবি: এক্স

আসন্ন ভারত সফরে খেলতে চান পেসার এবাদত হোসেন চৌধুরী। তিনি শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আশাবাদ প্রকাশ করেন।

চোটের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি এবাদত। এবার ভারতে ২টি টেস্ট ও ৩টি টি টোয়েন্টি রয়েছে। সেখানে এবাদত যাবেন আশা করছেন। আর ফিট থাকলে তিনি খেলবেন জানালেন।

এবাদত আশা দেখছেন। যদিও খেলার সম্ভাবনা নেই। ১৫ অক্টোবর জাতীয় লিগে ফিরতে হবে এই ডান হাতি পেসারকে। এবাদত জাতীয় লিগে ফিরতে পারেন।

তবুও তিনি যাবেন যাবেন ভারতে। আর হতাশা নিয়ে এবাদত বলেছেন,‘ অবশ্যই, আফসোস হয়। কারণ আজকে প্রায় ১৩ মাস আমি খেলতে পারছি না। এমন একটা ইনজুরিতে পড়েছি অনেক লম্বা সময় নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে বাহিরে থাকা সত্যি কথা এটা অনেক কষ্টের। মনে হয় না বেশিদিন লাগবে। ইনশাআল্লাহ আমিও খেলব, ভালো করার চেষ্টাও করব। আমাকে ফিজিও, ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ যে প্রোগ্রাম দিয়েছেন, সেটা ফলো করছি। এখনো ১০০% এফোর্ড দিয়ে বোলিং করার পারমিশন দেয়নি। আমি ৭০-৮০%, এরকম কাছাকাছি এফোর্ডে কাজ করছি। আমাকে হয়তো ভারত সফরে দলের সঙ্গে নেওয়া হবে। সেখানে বোলিং সাপোর্টটা পাব, ডাক্তার, ফিজিও, ট্রেনার…সব সাপোর্ট পাব। বাংলাদেশ দলের মনিটরিংয়ে থাকবে। এ জন্যই হয়তো আমাকে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে, এরপর সিদ্ধান্ত নেবে।’

Link copied!