নির্বাচনের সিদ্ধান্ত হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা: সজীব ওয়াজেদ

জাতীয় ডেস্ক

আগস্ট ৯, ২০২৪, ০৫:২৬ এএম

নির্বাচনের সিদ্ধান্ত হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা: সজীব ওয়াজেদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অভ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

জয় বলেন, “আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশে ফিরবেন।”

বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর আমার মা এমনিতেই রাজনীতি থেকে অবসরে যেতেন উল্লেখ করে জয় বলেন, “আমার কখনও কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। যুক্তরাষ্ট্রে আমি থিতু হয়েছিলাম। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের ঘটনাপ্রবাহ দেখিয়ে দিচ্ছে যে সেখানে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে, আমি এখন অগ্রভাগে আছি।”

তবে, শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কি না, তা স্পষ্ট করেননি জয়।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, শেখ হাসিনা  ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন। তবে ব্রিটিশ হোম অফিস এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

Link copied!