রদ্রিগোর গোলে সহজ জয় পেয়েছে ব্রাজিল। ১-০ গোলে তারা হারিয়েছে ইকুয়েডরকে। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাই চলছে।
ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছে। আর্জেন্টিনা ৬টি জয় নিয়ে শীর্ষে রয়েছে।
ব্রাজিলের এই ম্যাচে জয়সূচক গোলটি করেন রদ্রিগো ম্যাচের ৩০ মিনিটে। ব্রাজিলের পরের ম্যাচটি রয়েছে প্যারাগুয়ের সঙ্গে ১১ সেপ্টেম্বর (সকাল ৬টা ৩০)।