অন্তর্বর্তীকালীন সরকারে আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২৪, ১১:৩৯ এএম

অন্তর্বর্তীকালীন সরকারে আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন

ছবি: সংগৃহীত

নোবেল জয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও ৫ জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এই তথ্য জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আগামীকাল শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে যারা গুলি চালিয়েছিল তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি নাহিদের

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর পরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। এরপর ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

Link copied!