আগস্ট ১২, ২০২৪, ০৮:৪১ এএম
শেখ হাসিনার শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম-নির্যাতনের পরিপ্রেক্ষিতে আলোচিত বন্দিশালা আয়নাঘরকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘ইন্দুবালা’ খ্যাত নির্মাতা জয় সরকার।
গতকাল রোববার (১১ আগস্ট) প্রযোজক সমিতিতে ‘আয়নাঘর’ নামে সিনেমাটির নিবন্ধন করেন পরিচালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান তিনি। সিনেমাটি সম্পর্কে লিখেছেন, “আমার প্রথম সিনেমার নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই সিনেমাটি করতে চাই। কেয়া ছাড়া পরিচিত আরও তারকা থাকবেন। এখন গল্প লিখছি।”
তিনি আরও বলেন, “ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেবো। আমি চাই, সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে গত ১৬ বছরে। শীঘ্রই শিল্পী ও কলাকুশলী সবাইকে চূড়ান্ত করবো।”
সিনেমাটি প্রযোজনা করছে র্যাবিট এন্টারটেইনমেন্ট। চলতি বছর অক্টোবরের শুরুতেই সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।
প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র ছিল ‘আয়নাঘর’। সেখানে বন্দীদের ওপর চালানো হতো অমানবিক নির্যাতন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই বন্দিশালা থেকে অনেকেই মুক্তি পেয়েছেন। সেখান থেকে মুক্তি পাওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বিভৎসতা বর্ণনাও করেছেন অনেকে।