ঈদের রাতে নিয়ন্ত্রণ হারাল প্রাইভেটকার, কাড়ল ২ প্রাণ

জাতীয় ডেস্ক

জুন ১৮, ২০২৪, ০৯:০০ এএম

ঈদের রাতে নিয়ন্ত্রণ হারাল প্রাইভেটকার, কাড়ল ২ প্রাণ

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঈদের রাতে একটি প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের আরও তিনজন আরোহী আহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) রাত একটার দিকে শেরেবাংলা নগর এলাকার বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম।

কাফরুল থানার এসআই জানান, প্রাইভেট কারটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন আরোহী। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

Link copied!