কোটা সংস্কার: ঘটনাক্রম ১৯-২৪ জুলাই

হাসনাত আসিফ কুশল

জুলাই ২৪, ২০২৪, ০৮:৩০ পিএম

কোটা সংস্কার: ঘটনাক্রম ১৯-২৪ জুলাই

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বাতিলের দাবি, ২০১৮ সালের পরিপত্র বহাল ও কোটার যৌক্তিক সংস্কারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আট দফা দাবিতে আন্দোলনে নাশকতার ঘটনায় বন্ধ হয়ে যাওয়া ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই মহাখালীতে ডাটা সেন্টারে অগ্নি সংযোগের ঘটনায় দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়ে পড়ে। তখন থেকেই ইন্টারনেট পরিষেবা চালুর আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন সংশ্লিষ্টরা।

দেশব্যাপী একযোগে ইন্টারনেট বিযুক্তির ঘটনায় দ্য রিপোর্ট ডট লাইভসহ দেশের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য সরবরাহে প্রতিকূলতা দেখা দেয়।

কোটা আন্দোলন

১৯ জুলাই:

সংবাদপত্রে নিহতের সংখ্যা

দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদনে (২১ জুলাই) বলা হয়, রাজধানীতে পুলিশসহ ১৩ জন ও বিভিন্ন জেলায় ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া গত চারদিনে (১৭-২০ জুলাই) ১৩৮ জন নিহত হয়েছে। দৈনিক কালের কণ্ঠে একই দিনের সংখ্যায় প্রকাশ হওয়া প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ১৬, ময়মনসিংহে ৪, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪, সাভারে ৪ ও গাজীপুরে ৪ জন নিহত হয়েছেন। গত পাঁচদিনে (১৬-২০ জুলাই) মূল সড়ক ছেড়ে অলিগলিতে অবস্থান করে দুর্বৃত্তরা ১০৫ জনকে হত্যা করেছে।

দৈনিক কালবেলার ‘কারফিউতেও বিক্ষিপ্ত সংঘর্ষ’ শিরোনামে (২১ জুলাই) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গতকাল (২০ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, রামপুরাসহ দেশের কয়েকটি এলাকায় সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই ১৩ জন নিহত হন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬, ময়মনসিংহের ফুলপুর ও গৌরীপুরে ৪, গাজীপুর ও টঙ্গীতে ৬, নরসিংদীতে ৭ এবং রংপুরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। গত চারদিনে (১৭-২০ জুলাই) এই নিয়ে প্রাণ হারালেন ১৫২ জন। আহত হয়েছেন হাজারখানেক ব্যক্তি।

দেয়ালে পিঠ ঠেকে গেছে: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিকেল তিনটায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলনকারীদের বলেন, “সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে।” এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ারও আহ্বানও জানান তিনি। সমাবেশে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক।

বিরোধীদের গ্রেপ্তার-রিমান্ড ও
তুলে নেওয়ার অভিযোগ

এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্যরত অবস্থায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

দৈনিক সমকালে (২১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০ জুলাই রাত ১০টার দিকে বনানীর বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়। গতকাল ২০ জুলাই তাদের দুজনকেই রিমান্ডে নেওয়া হয়। ১৯ জুলাই রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে নিজ বাসা থেকে অপহরণের অভিযোগ এসেছে। এ ছাড়া ২০ জুলাই ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকেও অপহরণের দাবি করেছে দলীয় সূত্র।

রাজধানী ও সারা দেশে সহিংসতা

রায় আসা পর্যন্ত ধৈর্য ধরুন, ন্যায়বিচার পাবেন
- শেখ হাসিনা, প্রধানমন্ত্রী

রামপুরা থানায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আটজন নিহত হন। সেতু ভবনে আবারও অগ্নি সংযোগ (আগের দিন ১৮ জুলাইও সেতু ভবনে ও সামনে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা)।

আন্দোলনকারীদের সঙ্গে সরকার নীতিগতভাবে একমত। শিক্ষার্থীরা চাইলে আলোচনায় বসতে রাজি আছে সরকার
- আনিসুল হক, আইনমন্ত্রী

রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে আগুন দেওয়ার ঘটনায় এদিন র‌্যাবের আটটি টহল দল মোতায়েন করা হয়। দৈনিক ইত্তেফাকে বলা হয়, রাজধানীতে ১৮, চট্টগ্রামে ২, নরসিংদীতে ২, সিলেট, সাভার ও মাদারীপুরে ১ জন করে নিহত হয়েছেন। ১ জুলাই থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনে ১৯ জুলাই পর্যন্ত ৩১ জন নিহত হন। দৈনিক ইত্তেফাক পত্রিকা বহনকারী গাড়িতেও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিআরটিএ, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও মহাখালীর ডাটা সেন্টার ভবনেও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় পুলিশ বক্স ছাড়া পুলিশ ও বিজিবির একাধিক গাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান, “রায় আসা পর্যন্ত ধৈর্য ধরুন, ন্যায়বিচার পাবেন।” একই দিন আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, “আন্দোলনকারীদের সঙ্গে সরকার নীতিগতভাবে একমত। শিক্ষার্থীরা চাইলে আলোচনায় বসতে রাজি আছে সরকার (১৯ জুলাই)।”

দৈনিক ইত্তেফাকে আরও বলা হয়, সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ও শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে ১৯ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এ সময় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নি সংযোগের ঘটনা।

কোটা আন্দোলন

এদিকে একাধিক টেলিভিশনের খবরে বলা হয়, সাভারে মার্কেটে আগুন ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গুলিবিদ্ধ ৫, নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অগ্নি সংযোগ ও যাত্রাবাড়ীর কাজলা, রামপুরা, বাড্ডা এলাকায় সংঘর্ষে ৪ জন নিহত হন। বিশেষ করে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে হামলার খবরে সরকারি মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ছাত্ররা এর দায় পুরোপুরি অস্বীকার করতে থাকে। ক্ষমতাসীন আওয়ামী লীগও ছাত্রদের সঙ্গে একমত হয়ে দাবি করতে থাকে যে, এটা বিএনপি-জামায়াতের কাজ।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, কাকরাইল, পল্টন, শান্তিনগর, মালিবাগ, মৌচাক এলাকা এদিন রণক্ষেত্রে পরিণত হয়। এসব এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লক্ষ্মীবাজার, যাত্রাবাড়ীর কাজলা, বাটার সিগন্যাল, এলিফ্যান্ট রোড, বাড্ডা, মিরপুর-২, ১০ ও ১১ এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় মিরপুরের মেট্রোরেলে অগ্নি সংযোগের ঘটনায় স্তম্ভিত হয় দেশ।

এদিন ঢাকায় ১৮, বগুড়ায় ১ ও সাভারে ১ জন সর্বমোট ২০ জন নিহত হন। এ ছাড়া রাজধানীর মগবাজারে গণসংহতি সমিতির সমন্বয়ক জোনায়েদ সাকির ওপরেও হামলা চালায় দুর্বৃত্তরা।

অগ্নি সন্ত্রাস সমর্থন করে না
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সমন্বয়কের বার্তা

দেশের একাধিক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানান, অগ্নি সন্ত্রাস সমর্থন করে না। আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি এটাও জানিয়ে দেন, নাশকতার দায় নেবে না ছাত্ররা।

কারফিউ ঘোষণা

সন্ধ্যায় গণভবনে ১৪ দলের নেতাকর্মী ও ৩ বাহিনীর প্রধান ও ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা শেষে রাত ১২টা থেকে ২০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়। মাঝখানে দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিলের কথাও বলা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ জারি থাকবে বলে ঘোষণা করা হয়। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য কারফিউ চলাকালীন সেনা মোতায়েন থাকবে বলেও উল্লেখ করা হয়।

শেখ হাসিনার স্পেন ও
ব্রাজিল সফর বাতিল

শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে দেশব্যাপী উদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেন।

২০ জুলাই:

রাজধানীতে সহিংসতা

দৈনিক সমকালের প্রতিবেদক সরেজমিনে রাজধানীর বাড্ডা, রামপুরা, শনির আখড়া, মোহাম্মদপুর ও বছিলাসহ বিভিন্ন এলাকা ঘুরে জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দিনভর থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ার শেল), সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এরপরও দমে যাননি আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনে সমন্বয়হীনতার
অভিযোগ, ৩ মন্ত্রীর সঙ্গে আলোচনা

এদিন রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের সঙ্গে দেখা করে আট দফা দাবি তুলে ধরেছেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও সহ-সমন্বয়ক হাসিব আল ইসলাম। এর মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারও সংযুক্ত রয়েছে। তবে অনেকে আট দফা দাবির স্থলে ৯ দফা দাবির প্রসঙ্গ তুলেছেন। বিষয়টি নিয়ে অনেকে আন্দোলনে ‘সমন্বয়হীনতা’র অভিযোগও তুলেছেন। তবে আন্দোলনের সমন্বয়করা বলছেন, ইন্টারনেটের বিচ্যুতির কারণে এহেন বিভ্রান্তি হতে পারে। আন্দোলনকারীদের মধ্যে ঐক্য অটুট রয়েছে।

কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি

দুপুর দুইটা থেকে ২১ জুলাই সকাল ১০টা পর্যন্ত কারফিউ ঘোষণার পর আবারও বিকেল তিনটা পর্যন্ত কারফিউয়ের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানানো হয়। তৈরি পোশাক শিল্প কলকারখানা বন্ধ ঘোষণা করা হয়। এদিন রাজধানীর সড়কগুলোতে সেনা মোতায়েন করা হয়।

মেট্রোস্টেশন চালু করতে সময় লাগবে ১ বছর

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোস্টেশন চালু করতে অন্তত ১ বছর সময় লাগবে। এর আগে গত ১৯ জুলাই মিরপুর-২, ১০ ও ১১ এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় মিরপুরের মেট্রোরেলে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

২১ জুলাই:

আপিল বিভাগে হাইকোর্টের রায় বাতিল

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ ৯৩ শতাংশ এবং মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা যথাক্রমে ৫ ও ২ শতাংশে নামিয়ে আনার রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় দেওয়ার পর সরকারকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি ও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

শুনানি চলাকালে ব্যারিস্টার সারা আহমেদসহ ৫ জন জ্যেষ্ঠ আইনজীবীকে ৫ মিনিট করে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। এই শুনানিতে পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী কোটা বাতিলের প্রস্তাব উত্থাপন করেন অ্যাটর্নি জেনারেল।

‘কমপ্লিট শাটডাউনে’র সমাপ্তি ঘোষণা

সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে গত ১৮ জুলাই থেকে সরকারকে আল্টিমেটাম দিয়ে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউনে’র সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই সমাপ্তি ঘোষণা করেছেন। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট সচল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলো খুলে দিয়ে জনজীবন স্বাভাবিকের দাবি তুলেছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র সমন্বয়করা।

কারফিউ শিথিল

২২ জুলাই দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, চলমান কারফিউ বহাল থাকবে।

২২ জুলাই:

অগ্নি সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “মানুষের জানমাল রক্ষায় বাধ্য হয়েই কারফিউ জারি করা হয়েছে। শেখ হাসিনা পালায় না।”

২২ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন তিনি।

অগ্নি সন্ত্রাসীদের এবার ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, “সহিংসতা চালিয়েছে বিএনপি-জামায়াত। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি-জামায়াত-শিবির সহিংসতা চালিয়েছে। সহিংসতায় মদদ দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। শুধু কোটার জন্য আন্দোলন হয়নি, তারেক রহমানের হুকুমেই অগ্নি সন্ত্রাস হয়েছে।”

আওয়ামী লীগ সভাপতি বলেন, “আন্দোলনকারীরা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কারফিউ জারি করা হয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি। পরিস্থিতি বিবেচনায় এনে কারফিউ ওঠানো হবে।”

কোটার প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুমোদন

আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে এতে অনুমোদন দিলেন তিনি। কারফিউ তুলে নেওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে।

বিদ্যুৎখাতে ১ হাজার কোটি টাকার ক্ষতি: নসরুল হামিদ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সহিংসতায় বিদ্যুৎখাতে ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

তৈরিপোশাক খাতে ক্ষতি ১৬০০ কোটি টাকা: বিজিএমইএ

কারখানা বন্ধ থাকায় তৈরিপোশাক খাতে ১ হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। বাংলাভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “কারফিউ চলাকালীন তৈরিপোশাক খাতের কয়েক কোটি টাকার ক্ষতি হচ্ছে। ইন্টারনেট সচল না থাকায় ক্ষতির পরিমাণ বাড়ছে।” অন্যদিকে বিজিএমইএর সাবেক পরিচালক খসরু মালিক টেলিফোনে বলেন, “ইন্টারনেট সচল না থাকায় ও কারফিউ থাকায় তৈরি পোশাকখাতে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে আর্থিকভাবে এই খাতে অনেক বেশি ক্ষতি হয়েছে। সরকারের কাছে দ্রুত ইন্টারনেট সচল করে তৈরিপোশাক খাতকে এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আহ্বান করছি।”

২৩ জুলাই:

রাজধানী ও দেশব্যাপী অভিযানে আটক, গ্রেপ্তার

রাজধানী ও দেশব্যাপী অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সারা দেশে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৯৮৪ ও রাজধানীতে ৩০ মামলায় ৬১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, রাজধানীতে ৬ শতাধিক গ্রেপ্তার হয়েছে। এদিকে বিএনপির দাবি, রাজধানীতে গ্রেপ্তারের এই সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, তাহসীনা রুশদি লুনা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেলের বাসায় অভিযান ও স্বপনসহ ৭ জনকে রিমান্ডে নেওয়ার তথ্যও জানায় বিএনপির হাই-কমান্ড (খবরের কাগজ, মানবজমিন-২৩ জুলাই)। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, “আমরা লক্ষ্য করেছি নাশকতাকারীরা সরকারি বিভিন্ন স্থাপনা, টোলপ্লাজা ও বিভিন্ন অফিসে হামলা করেছে।”

আজকের পত্রিকাকে (২৩ জুলাই) ডিএমপি সূত্র জানায়, ২১ ও ২২ জুলাই দুই দিনে ২৯ জেলায় ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বেশির ভাগই বিএনপি-জামায়াতের কর্মী। চ্যানেল ২৪ জানায়, রাজধানীতে গণঅধিকারের তারেক রহমানসহ চারজন আটক ও গত ৬ দিনে চট্টগ্রামে ৫৮৭ জন গ্রেপ্তার হয়েছেন।

নাশকতায় বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: ডিবিপ্রধান

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঘটে যাওয়া নাশকতায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানয়েছেন ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। ২৩ জুলাই দুপুরে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

এদিকে গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমানসহ চারজনকে গ্রেপ্তার পরবর্তী সংবাদ সম্মেলনে র‌্যাব চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তি শিক্ষার্থীদের আন্দোলনে নাশকতা চালিয়েছে।”

৪ মন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলন ও প্রজ্ঞাপন জারি

২৩ জুলাই বিকেলে যৌথ সংবাদ সম্মেলন করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল এবং জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। এতে ২২ জুলাই প্রধানমন্ত্রীর অনুমোদন করা প্রজ্ঞাপন জারি করেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের ব্যাখ্যাও করেন তিনি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “এটা ছিল কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার চেয়ে। আমরা কোটা সংস্কার করেছি। এখন তাদেরও কর্তব্য রয়েছে। আর তা হচ্ছে স্ব স্ব স্থানে গিয়ে পড়াশুনা করা।”

শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে সহিংসতা করেছে বলেও উল্লেখ করা হয় যৌথ এই সংবাদ সম্মেলনে। সাংবাদিকদের আইনমন্ত্রী আশ্বাস দেন, “সহিংসতায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।”

কোটা আন্দোলন

সংবাদ সম্মেলনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে আনিসুল হক বলেন, “আমরা যত তাড়াতাড়ি পারা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সচেষ্ট রয়েছি। তাই আপনারা ধরে রাখতে পারেন শিক্ষাপ্রতিষ্ঠান খুব দ্রুত খুলে যাবে। শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

সংবাদ সম্মেলনে ইন্টারনেট না থাকায় দুঃখপ্রকাশ করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সাংবাদিকদের তিনি বলেন, “ইন্টারনেটের অনুপস্থিতিতে আমরাও বিপদে পড়েছি। আমরাও গ্লোবালি বিনিয়োগ করতে পারছি না। এ-অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে। তাই আপনারা এসব ভুল তথ্যের মোকাবেলা করুন।”

এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলও বক্তব্য রাখেন। তিনি বলেন, “কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সংখ্যা কত ছিল এবং তাদের পেছনে কত জন ছিল (অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারী নাশকতাকারী) সেটা আমরা দেখবো। অলরেডি আমরা অ্যাসেসমেন্ট তৈরি করা শুরু করেছি।”

শিক্ষামন্ত্রীর কথা শেষ হওয়ার পরই আইনমন্ত্রী যোগ করেন, “আপনাদের সবারই মনে রাখতে হবে, এ ব্যাপারে তদন্ত চলছে। সেটা বিচার বিভাগীয় তদন্ত। তার আগে আমরা কিছু বলতে পারবো না।”

২৪-২৫ জুলাই কারফিউ বহাল

২৪-২৫ জুলাই কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। কারফিউ চলাকালীন সরকারি অফিস ও ব্যাংক লেনদেন সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এবং শেয়ারবাজারে লেনদেন সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে বলেও জানান জনপ্রশাসনমন্ত্রী।

ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু

২৩ জুলাই রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিটিআরসি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, “রপ্তানিমুখী বাণিজ্য, কূটনীতিক, গণমাধ্যম অধ্যূষিত এলাকাসহ বাছাইকৃত এলাকায় পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হবে।”

২৪ জুলাই:

ঢাকায় সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ১৩৮০: ডিএমপি

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা ১৫৪টি মামলায় ১ হাজার ৩৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।

বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয় খোলার অনুকূল নয়: শিক্ষামন্ত্রী

বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয় খোলার অনুকূল নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সরকার বরং চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, তারা স্কুল-কলেজ খোলার জন্য পরিস্থিতি বিবেচনা করছেন।

বাসার ছাদে গুলিবিদ্ধ শিশু রিয়ার মৃত্যু

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়। তখন পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে যায় ৬ বছরের ছোট্ট মেয়ে রিয়া গোপ। হঠাৎ গুলি এসে লাগে প্রথম শ্রেণির এই শিক্ষার্থীর শরীরে।

দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহত তিনজন আজ চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা গেছে। তাদের পরিচয়- নারায়ণগঞ্জের রিয়া গোপ, শাহজাহান ওরফে হৃদয় (২২) ও সাজেদুর রহমান ওমর (২২)।

শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার
করেছে বিএনপি: ওবায়দুল কাদের

শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে তেজগাঁওয়ে অবস্থিত এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।

Link copied!