শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৩, ০১:১৬ পিএম

শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল: নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করে প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আপিল শুনানি শেষে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন । 

মনিরুজ্জামান মনির বলেন, শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন, সম্পদবিবরণীও সঠিকভাবে দেননি বলে গণমাধ্যমে এসেছে। সংক্ষুব্ধ হয়ে আমার পক্ষ থেকে একজন আপিলটি করেছেন।

এদিকে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের মধ্যে বাসে আগুন দেয়ার মামলায় ৫ নভেম্বর গ্রেফতার হন শাহজাহান, ২৯ নভেম্বর বিকেলে জামিনে মুক্তি পেয়ে যান সন্ধ্যাতেই। পরের দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নেন তাকে। 

এরপর ঝালকাঠি-১ আসনে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। এর আগে ২৬ নভেম্বর আওয়ামী লীগ সেই আসনে প্রার্থী করে তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুনকে। মনোনয়নপত্র হারুনও জমা দিয়েছিলেন, তবে যাচাইবাছাইয়ে বাদ পড়ে যান। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের এক শতাংশের সমর্থনের প্রমাণ দিতে না পারায় রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেন।
 

Link copied!