বাবার আড়াই কোটি টাকা ঋণ নিয়ে মুখ খুললেন রাফসান

শোবিজ ডেস্ক

মে ১৫, ২০২৪, ১১:২২ এএম

বাবার আড়াই কোটি টাকা ঋণ নিয়ে মুখ খুললেন রাফসান

ছবি: সংগৃহীত

‘রাফসান দ্য ছোটভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। সম্প্রতি মা-বাবাকে একটি অডি গাড়ি উপহার দেওয়ায় এটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এরপরই রাফসানের বাবা-মায়ের বিরুদ্ধে বিপুল অংকের টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ ওঠে। মঙ্গলবার (১৪ মে) রাতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন রাফসান।

নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে রাফসান জানান , “বিষয়টি এখন আদালতে বিচারাধীন। সেখান থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঋণ পরিশোধ করবো কিভাবে? কারণ আদালত তো এখনও নির্ধারণ করে দেয়নি কত টাকা পরিশোধ করতে হবে।”

এই কন্টেন্ট ক্রিয়েটর আরও বলেন, “আপনি আমাকে বলছেন আমি একজন সন্তান হয়ে কেন ঋণ পরিশোধ করছি না, আমি বলতে চাই আমার ভাই ও আমি যথেষ্ট ভালো সন্তান৷ আমি ও আমার ভাই মিলে অবশ্যই ঋণ পরিশোধ করতে পারি। কিন্তু আদালত তো বলে নাই কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে আপনি বলে দেন কত টাকা পরিশোধ করবো?”

রাফসান আরও জানান, “আমার বাবাকে যে গাড়িটি কিনে দিয়েছি সেটার দাম নাকি দুই কোটি টাকা। কিন্তু এই গাড়ি দুই কোটি টাকার আশেপাশেও না।”

আপনারা জানেন ব্যাংক থেকে ঋণ নিতে হলে কিছু জিনিস বন্দক রাখতে হয় উল্লেখ করে ইফতেখার রাফসান আরও জানান, “আমরা একটা জমি বন্দক রেখেছি, সেটার দাম যদি ১০ টাকা হয়, আমরা ঋণ নিয়েছি এক টাকা। তারা এই ঋণের পরিবর্তে আমাদের দশ টাকার জিনিসটা নিতে চায়। তাই আমরা আদালতে গিয়েছি। যিনি মোরাল পুলিশং করছেন তিনি ভুল তথ্য ছড়াচ্ছেন। আমি আমাদের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আমরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাইনি, আমরা দেশেই আছি।”

Link copied!