বলিউডে পা রাখছেন মধুমিতা

শোবিজ ডেস্ক

মে ১৫, ২০২৪, ০৪:০৭ এএম

বলিউডে পা রাখছেন মধুমিতা

ছবি: সংগৃহীত

এবার বলিউডে পা রাখছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুধু বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রির আকাশেও উড়ার ইচ্ছে রয়েছে তার।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বলিউডের একটি সিনেমার জন্য মনোনীত হয়েছেন মধুমিতা। ইতোমধ্যে সিনেমাটির অডিশন পর্ব শেষ হয়েছে। মুম্বাই গিয়ে সিনেমাটির জন্য ওয়ার্কশপ করার পাশাপাশি ভাষার প্রশিক্ষণও নেবেন ‘বোঝে না সে বোঝে না’খ্যাত এই অভিনেত্রী।

জানা গেছে, সিনেমা ছাড়াও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্যও প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন মধুমিতা। তবে সেই কাজ অভিনেত্রী পাচ্ছেন কিনা সেটা নির্ভর করবে তার অডিশনের ওপর।

এ বিষয়ে মধুমিতা বলেন, “আগে থেকেই আমার বলিউডে কাজ করার ইচ্ছে ছিল। কিন্তু কখনও নিজে থেকে মুম্বাইতে গিয়ে কাজের চেষ্টা করিনি। আমার সিনেমা ‍‍`চিনি‍‍`-এর একটি রিল ভাইরাল হয়েছিল। মূলত সেটা দেখেই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন। অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর বর্তমানে ক্যারিয়ারে যে পর্যায় দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে।”

Link copied!