সিলেটে প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২৩, ০৫:০৯ পিএম

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

জনসভা মঞ্চে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: লাইভ থেকে নেয়া

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা অনুরোধ আপনাদের কাছে, আজকে সকল জায়গায় বোমাবাজি, অগ্নিসন্ত্রাস এবং আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষের জীবন কেড়ে নিবে, মানুষকে ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করতে বলবে এতো সাহস কোথা থেকে পায়?’

বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘লন্ডনে বসে একটা কুলাঙ্গার হুকুম দেয় আর কতোগুলো লোক নিয়ে এখানে আগুন নিয়ে খেলে। আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পোড়ে এটা তাদের মনে রাখা উচিত।’

শেখ হাসিনা বলেন, ‘তারা মনে করেছে, দুইটা আগুন দিলেই সরকার পড়ে যাবে। অতো সহজ না। অতো ভাত দুধ দিয়ে খাই না, এটাই আমি বলতে চাই।’

‘আওয়ামী লীগ সরকারে জনগণের উন্নতি হচ্ছে, দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘লুটেরা, খুনী, হত্যাকারী, দুর্নীতিবাজ, এতিমের অর্থ আত্মসাতকারীরাই এদেশের মানুষকে আগুন দিয়ে পোড়ায়, নির্বাচন বানচাল করতে চায়।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীহ সভাপতি বলেন, ‘আগামী নির্বাচন নৌকা মার্কা। এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় মানবজাতিকে রক্ষা করেছিলেন রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকা যখন সরকারে এসেছে তখন বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে। আজকে তাই আপনাদের কাছে আমার আহ্বান,  আমরা যাদের প্রার্থী দিয়েছি তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন এটাই আমার আহ্বান। আপনারা দেবেন, বলেন হাত তুলে ওয়াদা করেন।’

এসময় উপস্থিত জনতা দু’হাত উচিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।

Link copied!