কোটা আন্দোলনে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার

জাতীয় ডেস্ক

জুলাই ২৭, ২০২৪, ১০:২৮ এএম

কোটা আন্দোলনে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় নাশকতার মামলায় মেহেদী হাসান জিকু নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে  র‌্যাব।

জিকু কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার বাসিন্দা এবং সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিয়ার রহমানের ছেলে।

এর আগে গত ১৭ জুলাই বিকেলে সংঘটিত কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার উদ্দেশ্যে জখম মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, “গত ১৭ জুলাই চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত ছিল জিকু। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জিকুর সম্পৃক্ততার প্রমাণ মেলে। এ ঘটনায় ১৮ জুলাই তার বিরুদ্ধে মামলা হলে ২৫ জুলাই সন্ধ্যায় তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”

Link copied!