নির্বাচনে চুরি করে পার হয়ে যাওয়ার পাঁয়তারা করছে সরকার: মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৬:৫৬ পিএম

নির্বাচনে চুরি করে পার হয়ে যাওয়ার পাঁয়তারা করছে সরকার: মির্জা ফখরুল

ফাইল ছবি

আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার চুরি করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার ভোটের অধিকার চুরি করে নিয়ে গেছে। ১৪ তে চুরি করেছে, ১৮ তে চুরি করেছে। এখন আবার পাঁয়তারা করছে ২০২৪ এর নির্বাচনে চুরি করে পার হয়ে যাবে।’

রবিবার সকালে বগুড়ায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমরা ইতিপূর্বে বলেছি, আমাদের কথা অনেকে বিশ্বাস করতে চায়নি। এখন সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে, বাংলাদেশে দুইটি নির্বাচন হয়নি। নির্বাচনে যদি জনগণ ঠিকঠাক মতো ভোট দিতে না পারে তাহলে গ্রহণযোগ্য হবে না। আর বিরোধী দল যাতে নির্বাচনে না আসতে পারে সে জন্য আগেই মিথ্যা মামলা-গ্রেপ্তার; আগের মতো শুরু করে দিয়েছে। ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা।‍‍’

ফখরুল বলেন, ‘আজকে স্বাধীনতার বায়ান্ন বছর পরে আমাদেরকে আবার সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে কেন? আমাদের অধিকারের জন্য। ভোটের অধিকার, ভাতের অধিকার; বেঁচে থাকার অধিকার।‍‍’

তিনি বলেন, ‘ভাতের অধিকার বললাম কারণ, চাল-ডাল-তেল-লবণ সব কিছুর দাম আকাশচুম্বী। আমার মা-বোনেরা তাদের ছেলে-মেয়েদের একটা ডিম দিতে পারে না। বিদ্যুতের দাম তিন-চার বার করে বাড়ছে। তেলের দাম তিন-চার বার করে বাড়ে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। বলে দাম তো ফিক্স করে দিয়েছি—দাম ফিক্স করলেই কি দাম কমানো যায়? চুরি তো করো তোমরা। চুরি করো আর বলো দাম ফিক্স করেছি।‍‍’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই সরকার শুধু দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হয়েছে তা নয়, এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। এত বড় চোর যে, চুরি করে দেশকে তারা ফোকলা করে দিয়েছে। চুরি করে আর বিদেশে পাঠায়। বিদেশে বাড়ি-ঘর তৈরি করে।’

এ সময় তিনি বগুড়া থেকে রাজশাহী তারুণ্যের রোড মার্চের উদ্বোধন ঘোষণা করেন।

Link copied!