পদত্যাগপত্র জমা দিলেন তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৩, ০৭:৫৮ পিএম

পদত্যাগপত্র জমা দিলেন তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা তিনজনের পদত্যাগে ৪৫-এ দাঁড়াল। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪ দিনের মাথায় সরকারের তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেন। টেকনোক্র্যাট মানে এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদ সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন না।

রবিবার (১৯ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন তারা। এছাড়াও সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্র জমা যারা জমা দিয়েছেন তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ উপমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৮ জন। তিনজনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে ৪৫-এ দাঁড়াল।

এর আগে ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগেও পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তৎকালীন টেকনোক্র্যাট মন্ত্রীরা। তবে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করেছিলেন।

২০১৮ সালে পদত্যাগ করা মন্ত্রীরা হলেন- তৎকালীন ধর্মমন্ত্রী মতিউর রহমান (সম্প্রতি মারা গেছেন), বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে যারা সংসদ সদস্য নন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা রয়েছেন- অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

উপদেষ্টাদের মধ্যে সংসদ সদস্য একমাত্র সালমান এফ রহমান। 

Link copied!